ধনু লগ্ন ও রাশির সুখী হওয়ার উপায় ।
জ্যোতিষ শাস্ত্রে সুখের বিচার কুণ্ডুলীর চতুর্থ ঘর থেকে করা হয়।সেই সাথে ভূমি,ভবন,বাহন ও মায়ের বিচারও উক্ত ঘর থেকে করা হয়।চতুর্থ ঘর বা ঘরের অধিপতি ও কারক গ্রহের শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে নির্ধারিত হয় যে কোন জাতক-জাতিকার সুখশান্তির হিসাব ।
চতুর্থ ঘর ও ঘরের অধিপতি শুভ প্রভাব যুক্ত হলে উক্ত ঘরের বিষয়গুলির ক্ষেত্রে শুভফলের প্রাপ্তি হয়।আর যদি অশুভ প্রভাবযুক্ত হয়,তাহলে বিভিন্ন সমস্যা ও দুঃখ-কষ্টের সন্মুখীন হতে হয়।এই হিসাবের বাইরেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিচার করতে হয়,সেটা হল কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর বিচার অতি গুরুত্বপূর্ণ। কালপুরুষের কুণ্ডলী বিচার ব্যতীত কুণ্ডুলী বিচার কখনও সম্পূর্ণ হয় না ।
ধনু লগ্ন বা রাশির চতুর্থ ঘরের রাশি হল মীন রাশি।যে রাশি থেকে কালপুরুষের জীবনের ব্যয় বা খরচের বিচার করা হয়।কালপুরুষের ব্যয় স্থান তাদের সুখের ঘরে অবস্থান করায়, সুখের বিষয়গুলির জন্য তারা ব্যয় করেন।জায়গাজমি,ঘরবাড়ি,বিভিন্ন ধরনের বাহনাদি,ঘরের বিভিন্ন আসবাবপত্র বা বিলাসিতার জিনিষপত্র ইত্যাদি ক্ষেত্রে ব্যয় করেন।
ব্যয় শুভ কাজে হলে বা ভবিষ্যতের সঞ্চয় হিসাবে হলে সেই ব্যয়ের জন্য কখন অনুশোচনা হয় না।আর যদি অপ্রয়োজনীয় হয়,ব্যয়ের কারণে যদি পরবর্তীতে কষ্টের সম্মুখীন হতে হয়,তাহলে সেই ব্যয় অবশ্যই অনুশোচনার হয়।জ্ঞান-বুদ্ধির সঠিক ব্যবহার বা উপযুক্ত সিদ্ধান্ত ও বিচারের মধ্যে দিয়ে যদি কোন ব্যয় করা হয়,তাহলে সেই ব্যয় বা খরচে ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে না বা কম থাকে।আর যদি সঠিক সিদ্ধান্ত বা বিচার বিহীন কোন বিষয়ে ব্যয় করা হয়,তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে ক্ষতির সম্ভবনা থাকে।
যেমন -মনে করুন কোন একটি জমি কারো সাথে কোন সলাপরামর্শ না করে বা জমিটির আশপাশের কারো সাথে কোন আলোচনা না করে বা কাগজপত্র সঠিকভাবে যাচাই না করে কেনা হল।আর পরবর্তীতে দেখা গেল জমিটিতে এক বা একাধিক সমস্যা।তাহলে সেই ব্যয় অবশ্যই ক্ষতিকারক হবে।সেই ব্যয়ের জন্য দুঃখ-কষ্টের সন্মুখীন হতে হবে।জ্ঞান-বুদ্ধি সঠিক ব্যবহার না করা বা সঠিক বিচার না করার কারণে এমন দুঃখ কষ্টের সন্মুখীন হতে হয়।আর যদি জ্ঞান-বুদ্ধির সঠিক ব্যবহার বা সঠিক বিচারের মধ্যে দিয়ে জমি বা যে কোন কিছু কেনা হয়,তাহলে সেই ব্যয়ের মধ্যে ক্ষতির সম্ভবনা থাকে না বা খুবই কম থাকে।অর্থ্যাৎ জ্ঞান ও শিক্ষার অর্জন ও উপযুক্ত ব্যবহারের উপর নির্ভর করে জীবনের সুখ-দুঃখের বিষয়ে।
কালপুরুষের কুণ্ডুলীতে মীন রাশি হল কালপুরুষের লগ্ন বা রাশির ব্যয়ের ঘর।অর্থ্যাৎ শরীর বা ব্যক্তিত্বের ব্যয়ের ঘর।আর ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে মীন রাশি হল তাদের পঞ্চম ঘরের ব্যয়ের ঘর।পঞ্চম ঘর থেকে বিভিন্ন বিষয়ের সাথে মূল যে দুটি বিষয়ের বিচার করা হয়,সেগুলি হল জ্ঞান ও শিক্ষা। জ্ঞান ও শিক্ষা যত উচ্চ মানের অর্জন করা যায়,উপযুক্ত ব্যবহারের মধ্যে দিয়ে জীবনে সুখশান্তিও তত উচ্চমানের লাভ করা।আর জ্ঞান ও শিক্ষা ভালো মানের অর্জন করতে না পারলে সুখ শান্তিও ভালো মানের অর্জন করা যায় না।জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান ও শিক্ষার বিচার করা হয় পঞ্চম ঘর থেকে,আর সুখের বিচার করা হয় চতুর্থ ঘর থেকে।পঞ্চম ঘরের দ্বাদশ বা ব্যয় বা খরচের ঘর হল চতুর্থ ঘর।অর্থ্যাৎ জ্ঞান ও শিক্ষা অর্জন ও ব্যবহারের উপর নির্ভর করে সুখ-শান্তি প্রাপ্তির বিষয়।
অতএব ধনু লগ্ন বা রাশির চতুর্থ ঘরের বিষয়গুলির সুখশান্তি নির্ভর করে তাদের জ্ঞান ও শিক্ষার অর্জন ও ব্যবহারের উপর।তারা যেমন জ্ঞান ও শিক্ষা অর্জন ও ব্যবহার বা ব্যয় করতে পারেন,তেমন তারা চতুর্থ ঘরের বিষয়গুলির ক্ষেত্রে সুখ লাভ করতে পারেন।যদি উচ্চ মানের জ্ঞান ও শিক্ষা অর্জন করেন,তাহলে সুখও উচ্চ মানের লাভ করতে পারেন।আর যদি উচ্চ মনের লাভ করতে পারেন না,তাহলে সুখও উচ্চমানের হয় না।
তাছাড়াওvচতুর্থ ঘরের বৈশিষ্ট্য বজায় রাখার উপায় হল দশম বা কর্মের ঘরের সাথে উপযুক্ত ভারসাম্য বজায় রেখে চলার মধ্যে দিয়ে।তাদের কর্মের ঘরে কালপুরুষের ষষ্ঠ ঘরের কন্যা রাশির অবস্থান।আর কন্যা রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে কর্ম করা।অতএব দশম বা কর্মের ঘরের রাশির বৈশিষ্ট্য অনুযায়ী যদি তারা তাদের চতুর্থ ঘরের বিষয়গুলির জন্য কর্ম করেন,তাহলে কর্ম ও সুখের ঘরের মধ্যে উপযুক্ত ভারসাম্য গড়ে তোলা যায়।
অতএব ধনু লগ্ন বা রাশির জাতক-জাতিকারা তাদের চতুর্থ ঘরের কর্মক্ষেত্রে জ্ঞান ও শিক্ষার উপযুক্ত ব্যবহার,কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে কর্ম করা উচিত।তাতে উক্ত ঘরের বিষয়গুলি দুঃখকষ্টের কারণ না হয়।বরং প্রকৃত সুখ ও শান্তি লাভ করা যায়।
আরো পড়ুন