মীন লগ্ন ও রাশির ব্যবসায়ে সাফল্যের উপায় ।

মীন লগ্ন ও রাশির ব্যবসায়ে সাফল্যের উপায় ।

যে কোন কুণ্ডুলীর ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ের বিচার সেই কুণ্ডুলীর সপ্তম ঘর থেকে করা হয় ।সপ্তম ঘর,সপ্তম ঘরের অধিপতি এবং কারক বুধ শুভ অবস্থানে থাকলে কুণ্ডুলী ধারকের ব্যবসা ভালো চলে।ব্যবসা দ্বারা কুণ্ডুলী ধারক জীবনে   উন্নতি লাভ করতে পারেন। 


র যদি অশুভ অবস্থানে থাকে,তাহলে কুণ্ডুলী ধারকের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হয় ।উপরিউক্ত বিষয়গুলির বাইরেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিচার করতে হয়।সেটা হল কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ  হয় না । 

মীন লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কর্মের  বিচারে যদি আমরা যাই তাহলে দেখা যায় যে উক্ত লগ্ন বা রাশির সপ্তম ঘরের রাশি হল কন্যা রাশি।যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর রোগ,ঋণ ও শত্রুর বিচার করা হয়।কালপুরুষের কুণ্ডুলীতে কন্যা রাশিতে একটি নাকারাত্মক রাশি হিসাবে বিবেচনা করা হয় । 


কালপুরুষের কুণ্ডুলীর নাকারাত্মক একটি রাশি উক্ত লগ্ন বা রাশির সপ্তম বা ব্যবসা সংক্রান্ত হিসাবের ঘরে অবস্থান করায়,ব্যবসার বিষয়ে সমস্যার সন্মুখীন হতে হয়।উক্ত ঘরের শুভফল লাভের উপযুক্ত পথ অনুসরণে না চললে। কন্যা রাশি থেকে শুভফল পাওয়ার উপায় হল, উক্ত রাশি অবস্থান রত ঘরের করণীয় কর্মে সঠিক মনযোগ,কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে কর্ম করা।এই তিন বিষয়ের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে উক্ত রাশির যে কোন সমস্যার উপর সমাধান বের করা যায় ।


অতএব মীন লগ্ন বা রাশির জাতক-জাতিকারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে উপরিউক্ত বিষয়গুলি মেনে চলতে হয় ।তাতে ব্যবসা ক্ষেত্রে তারা মনোবাঞ্চিত লাভ পেতে পারেন ।


উক্ত লগ্ন বা রাশির অধিকারীরা  রোগের সাথে সম্পর্কযুক্ত যেমন ঔষধি ব্যবসা বা ল্যাবরেটরী বা অন্যান্য চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত।

ঋণের সাথে সম্পর্কযুক্ত যেমন -বিভিন্ন ঋণদানকারী সংস্থার সাথে সম্পর্কযুক্ত,ফাইন্যান্স কম্পানি,ব্যাংকিং সেক্টর ইত্যাদি ।

 আদালত বা জেলের সাথে  সম্পর্কযুক্ত,যেমন-উকিল,মরিল।

এছাড়া শিল্প,সঙ্গীত,ফ্যাশন ডিজাইনিং,আধ্যাত্মিক পরামর্শদাতা,যোগশিক্ষা,এক্সোর্ট ইমপোর্ট,সামুদ্রিক  বিষয়ের সাথে সম্পর্ক যুক্ত।

 উপরিউক্ত বিষয়গুলির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত হয়ে কর্ম করলে ব্যবসায়িক কর্মে তারা সাফল্য পেতে পারেন ।

আরো পড়ুন