সিংহ লগ্ন ও রাশির ব্যবসায়ে সাফল্যের উপায়।

সিংহ লগ্ন ও রাশির ব্যবসায়ে সাফল্যের উপায়।


যে কোন কুণ্ডুলীর ব্যবসা বাণিজ্যের বিচার সপ্তম ঘর থেকে করা হয়।সপ্তম ঘর,সপ্তম ঘরের অধিপতি ও ব্যবসার কারক গ্রহ বুধের উপর ভিত্তি করে নির্ধারিত হয়  ব্যবসার সফলতা বা বিফলতা ।

সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং বুধ শুভ অবস্থানে থাকলে কুণ্ডুলী ধারকের ব্যবসা ভালো চলে।ব্যবসা দ্বারা কুণ্ডুলী ধারক উন্নতি লাভ করতে পারেন।আর যদি সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং বুধ অশুভ অবস্থানে থাকে,তাহলে কুণ্ডুলী ধারকের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হয় ।

উপরিউক্ত বিষয়গুলির বাইরেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিচার করতে হয়।সেটা হল কুণ্ডুলী বিচারে কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ হতে পারে না ।

সিংহ লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ের বিচারে যদি আমরা যাই,তাহলে উক্ত লগ্ন বা রাশির সপ্তম ঘরের রাশি হল কুম্ভ রাশি।যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর আকাঙ্ক্ষা পূর্তির বা  লাভের বিচার করা হয়।কালপুরুষের লাভ ভাবের অবস্থান উক্ত লগ্ন বা রাশির ব্যবসার ঘরে অবস্থান করায়,ব্যবসা-বাণিজ্যর  মধ্যে দিয়ে তারা জীবনে অনেক উন্নতি লাভ করতে পারেন।তাদের আশা-আকাঙ্ক্ষার পূর্তি করতে পারেন ।

অবশ্য এরজন্য সিংহ লগ্ন বা রাশির অধিকারীদের কুম্ভ রাশির সাথে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার মধ্যেই দিয়েই সেই সাফল্য অর্জন করতে পারেন।কারণ কুণ্ডুলী চক্রের যে কোন রাশির বৈশিষ্ট্য বজায় থাকা বা বৃদ্ধি করা করা নির্ভর করে,সেই রাশির বিপরীত রাশির সাথে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার উপর ।

আর সেটা যে শুধু আমাদের রাশি চক্রের বা কুণ্ডুলী চক্রের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটাও তো নয়।আমাদের পৃথিবী হোক বা সৌর জগৎ বা পুরো ব্রহ্মান্ডের সমস্ত ব্যক্তি-বস্তু,জীব-জন্তু সবকিছুই তো টিকে আছে তার সামনের ব্যক্তি-বস্তু,জীব-জন্তুর সাথে ভারসাম্য বজায় রাখার উপর ।

কুম্ভ রাশি থেকে কালপুরুষের আশা-আকাঙ্ক্ষার পূর্তি ও লাভের সাথে সাথে সমাজেরও বিচার করা হয়।সিংহ লগ্ন বা রাশির অধিকারীরা যতবেশী সমাজের সাথে যুক্ত হয়ে কর্ম করতে পারেন,তত তারা ব্যবসা ক্ষেত্রে মনোবাঞ্ছিত লাভ অর্জন করতে পারেন ।

উক্ত লগ্ন বা রাশির অধিকারীরা শিক্ষার সঙ্গে যুক্ত কর্ম বা ব্যবসা যেমন-স্কুল পরিচালনা,প্রকাশনা,লাইব্রেরী ।

শিশুদের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কর্ম বা ব্যবসা,যেমন-শিশু উদ্যান পরিচালনা,শিশুদের সামগ্রীর সঙ্গে যুক্ত ব্যবসা।যেমন বিভিন্ন প্রকারের খেলনা সামগ্রীর ফ্যাক্টরী স্থাপন বা স্টোর পরিচালনা ।

ফিল্ম,থিয়েটার, নাটক বা অভিনয় জগতের সাথে সম্পর্কযুক্ত ব্যবসা ।যেমন-নাট্যকার,অভিনেতা।

বিভিন্ন গিফট সামগ্রীর সাথে যুক্ত,যেমন-গিফট আইটেমের ফ্যাক্টরী স্থাপন বা স্টোর পরিচালনা।

ফুল বা বিভিন্ন ফলের চারার নার্সারির সাথে যুক্ত। যেমন-ফুল ও ফলের চারার উৎপাদন কেন্দ্র স্থাপন বা স্টোর পরিচালনা ।

ইলেকট্রনিক সামগ্রীর  সঙ্গে যুক্ত  ব্যবসা।যেমন-বিভিন্ন প্রকারের ইলেকট্রনিক দ্রব্যের ফ্যাক্টরী স্থাপন বা স্টোর পরিচালনা।

এছাড়া রাজনীতি,NGO পরিচালনা বা যে কোন সংস্থা পরিচালনা ইত্যাদি বিষয়গুলির সাথে যুক্ত হয়ে কর্ম করলে ব্যবসায়িক কর্মে  সাফল্য লাভ করতে পারেন ।

Read more