বৃশ্চিক লগ্ন ও রাশির উপযুক্ত ব্যবসা ।
জ্যোতিষ শাস্ত্রে ব্যবসা-বাণিজ্যের বিচার কুণ্ডুলীর সপ্তম ঘর থেকে করা হয়। সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং কারক ব্যবসার বুধের অবস্থানের উপর নির্ভর করে নির্ধারিত হয় ব্যবসার সফলতা ও বিফলতা। সপ্তম ঘর,ঘরের অধিপতি এবং কারক বুধ শুভ অবস্থানে থাকলে কুণ্ডুলী ধারক ব্যবসায় সাফল্য লাভ হয়।আর যদি অশুভ অবস্থানে থাকে,তাহলে লোকসানের সম্মুখীন হতে হয় । উপরিউক্ত হিসাবের বাইরেও একটি বিষয়ের বিচার করতে হয় সেটা হল কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ হয় না। বৃশ্চিক লগ্ন বা রাশির সপ্তম বা ব্যবসা-বাণিজ্যের হিসাবের ঘরের রাশি হল বৃষ রাশি।যে রাশি থেকে কালপুরুষের কুণ্ডুলীর ধন-পরিবার,আত্মীয়-স্বজন,খাওয়া-খাদ্যের বিচার করা হয় । সেই সাথে বৃষ রাশি থেকে আমাদের বাণী বা মুখের কথার বিচার করা হয় । কালপুরুষের দ্বিতীয় ঘরের রাশি বৃশ্চিক লগ্ন বা রাশির ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত হিসাবের ঘরে অবস্থান।উক্ত লগ্ন বা রাশির অধিকারীরা কালপুরুষের দ্বিতীয় ঘর সম্বন্ধীয় বিষয়গুলির সাথে যুক্ত হয়ে ব্যবসা বা কর্ম করলে সাফল্য অর্জন করতে পারেন । বৃশ্চিক ল