বৃশ্চিক লগ্ন বা রাশির সন্তান সম্বন্ধীয় সমস্যা ও সমাধান।
জ্যোতিষ শাস্ত্রে সন্তান সম্বন্ধীয় বিষয়ের বিচার পঞ্চম ঘর থেকে করা হয়।পঞ্চম ঘর,ঘরের অধিপতি ও সন্তান কারক গ্রহ গুরুর শুভাশুভ অবস্থান ও বলাবলের উপর নির্ভর করে নির্ধারিত হয়,সন্তান সম্বন্ধীয় শুভাশুভ ফল।পঞ্চম ঘর,ঘরের অধিপতি ও গুরু শুভ অবস্থানে থাকলে,উক্ত ঘরের শুভফল লাভ হয়।আর অশুভ অবস্থানে থাকলে শুভফল লাভ হয় না।
উপরিউক্ত হিসাবের বাইরেও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিচার করতে হয় সেটি হল কালপুরুষের কুণ্ডুলীর বিচার।কালপুরুষের কুণ্ডুলীর বিচার ব্যতীত যে কোন কুণ্ডুলীর বিচার কখনও সম্পূর্ণ হয় না।কালপুরুষের কুণ্ডুলীর হিসাব অনুযায়ী মীন রাশি হল কালপুরুষের ব্যয়ের ঘরের রাশি।মীন রাশিকে কালপুরুষের কুণ্ডুলীতে একটি নাকারাত্মক বা নেগেটিভ রাশি হিসাবে বিবেচনা হয়।যেহেতু উক্ত রাশি থেকে কালপুরুষের ব্যয়ের বিচার করা হয়।
কালপুরুষের নাকারাত্মক একটি রাশির অবস্থান বৃশ্চিক লগ্ন বা রাশির পঞ্চম ঘরে অবস্থান করায় পঞ্চম ঘরের বিষয়গুলির ব্যয় হয়।পঞ্চম ঘর থেকে জ্ঞান,শিক্ষা,বিনোদন,প্রেম সম্পর্কের সাথে সন্তানেরও বিচার করা হয়।তাই সন্তান সম্বন্ধীয় বিষয়েরও ব্যয় হয়।ব্যয় যদি শুভ কার্যে হয়,তাহলে সেই ব্যয়ের কারণে অনুতাপ হয় না।যেমন-যদি ব্যয় ইনভেস্টমেন্ট হিসাবে করা হয়,তাহলে সেটা ভবিষ্যতের জন্য লাভকারী হয়।আর যদি অপ্রয়োজনীয় হয় বা ইচ্ছার বিরুদ্ধ হয় তাহলে সেটা অনুতাপের বিষয় হয়।সেটা কর্মের ব্যয় বা শারীরিক ব্যয় যে কোনটাই হতে পারে।
কালপুরুষের কুণ্ডুলীতে মীন রাশি হল কালপুরুষের লগ্ন তথা শরীর ও ব্যক্তিত্বের ব্যয়ের ঘর।আর বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে মীন রাশি তাদের ষষ্ঠ ঘরের ব্যয়ের ঘর।ষষ্ঠ ঘর থেকে রোগ,ঋণ,শত্রুর বিচার করা হয়।তাই মীন রাশি তাদের রোগ,ঋণ ও শত্রুর ব্যয়ের ঘর।রোগের কারণে ব্যয় তখনই হয়,যদি রোগ হয়।আর রোগ তথন হয় যদি জীবন যাত্রা সঠিক না থাকে।চলাফেরা,খাওয়া-দাওয়ায় শৃঙ্খলা না রাখলে শারীরিক সঞ্চারনায় ব্যাঘাত ঘটে রোগের সৃষ্টি হয়।আর যদি জীবন যাত্রায় শৃঙ্খলা বজায় থাকে,তাহলে রোগে আক্রমণ করতে পারে না।রোগের সাথে ঋণ ও শত্রুর ক্ষেত্রেও সমান কথা প্রযোজ্য।
ষষ্ঠ ঘর থেকে রোগ,ঋণ শত্রুর সাথে দৈনন্দিন কর্মেরও বিচার করা হয়।অতএব কর্কট লগ্ন বা রাশির জাতক-জাতিকারা যদি দৈনন্দিন কর্মের ব্যয় করেন বা আলস্য করেন,তাহলে তাদের শারীরিক সঞ্চারনায় ব্যাঘাত ঘটে।শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে বা কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলে।এর মধ্যে সন্তান উৎপন্ন হওয়ার মাধ্যমগুলিও কর্ম ক্ষমতা হারায় বা হারাতে পারে।ফল স্বরূপ পঞ্চম ঘরের বিষয়গুলির অপ্রত্যাশিত ব্যয়,যেমন - সন্তান না হওয়া বা সন্তান হীনতার মত সমস্যা উৎপন্ন হয়।
অতএব কর্কট লগ্ন বা রাশির জাতক-জাতিকার দৈনন্দিন কর্ম কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মেনে করা উচিত।যাতে তাদের শারীরিক সঞ্চারনা ঠিক থাকে এবং সন্তানহীনতার মত সমস্যা না হয়।
আরো পড়ুন
- বৃশ্চিক লগ্ন ও রাশির ধন ও পরিবার
- বৃশ্চিক রাশি ও লগ্নের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়
- বৃশ্চিক লগ্ন ও রাশির উপযুক্ত ব্যবসা